আপনি ভালো ফোন সিলেক্ট করার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে । যেমন আপনি কোন ফোন নেবেন এবং আপনার বাজেট কত ইত্যাদি ইত্যাদি । আপনাকে আরো যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে ।
ফোন সিলেক্ট করার আগেএ বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
- আপনার ফোনে কি রকম নেটওয়ার্ক সাপোর্ট করে । যেমন 2g 3g এবং 4g তবে ফোরজি হলে ভালো হয় ।
- আপনাকে খেয়াল রাখতে হবে ওই ফোনে কয়টা সিম সাপোর্ট করে । যেমন সিঙ্গেল সিম ডুয়েল সিম ইত্যাদি । ডুয়েল সিম সাপোর্ট করে এরকম ফোন আপনি বাছাই করবেন ।
- আপনাকে খেয়াল রাখতে হবে ওই ফোনে কি ওয়াইফাই এবং হস্পট সাপোর্ট করে কিনা । যদি সাপোর্ট না করে তাহলে সেটি আপনার জন্য ভালো ফোন নয় আপনি সেটাকে বাদ দিয়ে দিবেন ।
- তারপর আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্যামেরা যদি আপনি ফটোগ্রাফি করার জন্য মোবাইল কিনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ভালো ক্যামেরার ফোন নিতে হবে । আর যদি আপনি ফটোগ্রাফির জন্য না আপনার পার্সোনাল কাজের জন্য ইউজ করতে চান তাহলে আপনি নিতে পারেন এবং আপনার বাজেট কম হয় তাহলে আপনিও এই ফোনটি নিতে পারে ।
- তারপর আপনাকে খেয়াল রাখতে হবে রেম এবং রম এর দিকে আপনার যদি বাজেট হাই হয়ে থাকে তাহলে আপনি 4gb অথবা এক জিবি নিতে পারেন আর যদি আপনার বাজেট লো হয়ে থাকে তাহলে আপনি 4gb অথবা টু জিবি নিতে পারেন এটি আপনার জন্য বেস্ট হবে ।
- এরপর আপনাকে খেয়াল রাখতে হবে এটির মেমরীস্পেস কিরকম আপনি যদি অনেক বেশি ফটোগ্রাফি করে থাকেন অথবা বেশি কাজের জন্য এপ্লিকেশন ইন্সটল করবেন তাহলে আপনি তাহলে আপনি ভালো স্টোরেজঃ দেখে আপনি ফোনগুলো নিবেন যে রকম 64gb অথবা 128gb ইত্যাদি ।
- এরপর আপনাকে অবশ্যই মেইন যে জিনিসটির উপরে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রসেসর আপনার ফোনের প্রসেসর এর উপর ভিত্তি করে কিন্তু আপনার ফোনটি কিরকম চলবে সেটা নির্ভর করে । তাই আমার মতে আপনি ভালো প্রসেসর দেখে ফোনটি নেবেন যদি ভালো কাজ করতে চান এবং বেশি দিন টিকাতে চান ।
- আপনি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে আপনাকে এ বিষয়টিও খেয়াল রাখতে হবে যে সেটির স্পিকার কিরকম । যদি আপনি গান শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো স্পিকারের ফোন গুলো নিবেন ।
- তারপর আপনাকে খেয়াল রাখতে হবে ওই ফোনে কি কি রকম লোক রয়েছে যেমন ফেস লক ফিংগার লক এবং পেটান লক ইত্যাদি । আপনি অবশ্যই এরকম ফোন নিবেন যেখানে আপনার ফোনের সিকিউরিটি থাকবে আপনার কোন ফাইল থাকলে সেটা সিকিউরিটি থাকবে, অবশ্যই!
- এখন আমরা আসি ব্যাটারির দিকে আপনার ফোনের চার্জ কিরকম থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করে । আপনি যদি বেশি কাজ করে থাকেন ফোনে তাহলে আপনি নিতে পারেন 5000 এম্পিয়ার এর ব্যাটারি অথবা 4000 এম্পিয়ার এর ব্যাটারি ।
আপনি যদি উপরের এই বিষয়গুলোকে খেয়াল রেখে একটি ফোন সিলেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ওই ফোনটি ভালো হবে এবং অনেকদিন টিকাতে পারবেন ।