আপনি ছোটখাটো কাজ করার জন্য ভালো একটি ল্যাপটপ খুজতেছেন। কিন্তু আপনার বাজেট কম এখন আপনি আপনার বাজেট অনুযায়ী ভালো ল্যাপটপ কিনতে হলে আপনাকে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেগুলো আমি এখানে বর্ণনা করে দিচ্ছি আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রেখে ল্যাপটপ টি কিনতে পারেন। তাহলে আমি আশা করি আপনি আপনার বাজেট অনুযায়ী ভালো ল্যাপটপ পাবেন এবং সেই ল্যাপটপ দিয়ে ছোট ছোট কাজগুলো করে নিতে পারবেন। যে রকম আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন অথবা অফিসের জন্য অফিস অ্যাপ্লিকেশন এর কাজগুলো করতে পারেন ইত্যাদি। কম বাজেটে ভালো ল্যাপটপ How to buy a good laptop?
তারপর আপনাকে খেয়াল রাখতে হবে প্রসেসর কোর কত ? আপনি সর্বনিম্ন চার অথবা টু নিতে পারেন কারন আপনার প্রসেসর যদি দুই অথবা চার হয় তাহলে আপনি যে অফিসের কাজগুলো করবেন অথবা গ্রাফিক্সের কাজগুলো করবেন সেগুলো কিন্তু ইজিলি চলবে। আর নিম্ন পদের নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাজ করতে অসুবিধা হবে। তাই আমি বলবো আপনি যদি নেন তাহলে টু অথবা ফোর কোরের প্রসেসর এ নিবেন
ডিসপ্লের কথা বললে আপনি 14 ইঞ্চি ডিসপ্লে নিতে পারেন এটা আপনার জন্য বেস্ট হতে পারে।
তারপর আপনাকে RAM দিকে খেয়াল রাখতে হবে, আপনি RAM নিলে অবশ্যই 4GB অথবা 8 GB RAM নিতে পারেন যেটা আপনার জন্য বেস্ট হতে পারে আবার যদি আপনার বাজেট কম হয় তাহলে আপনি 2GB নিতে পারেন।
তারপর আপনি স্টোরেজের দিকে আসতে পারেন আপনি, যে ল্যাপটপটি নিবেন সেটিতে যদি SSD থাকে তাহলে তো কোন কথাই নেই, আর যদি SSD না থেকে, শুধুমাত্র হার্ডডিক্স থাকে তাহলে অসুবিধা নেই আপনি যে পরিমাণে কাজ করবেন সেই পরিমাণ অনুযায়ী আপনি নিতে পারেন। আপনি যদি বেশি পরিমাণে কাজ করে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো 2TB হার্ডডিক্স নিবেন আর যদি SSD থাকে তাহলে তো কোন কথাই নেই।
তারপর আসে গ্রাফিক্সের দিক দিয়ে আপনি, যদি সত্যিই গ্রাফিক্স ডিজাইনের জন্য ল্যাপটপটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলব সেটাতে যেন গ্রাফিক্স কার্ড থাকে। তো এখন বলবেন যে গ্রাফিক্সের দাম তো বেশি তাহলে তো ল্যাপটপের প্রাইস বেড়ে গেল কিন্তু আমি বলব গ্রাফিক্স কার্ড কিন্তু কম দামের পাওয়া যায়।
ক্যামেরার দিকে আসি যদি আপনি আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করতে চান অথবা, ভিডিও রেকর্ড করতে চান, তাহলে তো একটু ভালো ওয়েবক্যাম দেখে কিনতে হবে। তো আমি সাজেস্ট করবো 1280x720 আপনি যদি এরকম নেন তাহলে আপনার জন্য ভালো হবে।
আর সাউন্ড সিস্টেমের জন্য বলি তাহলে ডাবল সাউন্ড সিস্টেম দেখে নিবেন। কারণ যখন সিঙ্গেল সাউন্ড সিস্টেম থাকে তখন আপনি ভালভাবে কথা শুনতে পারবেন না অথবা, ভিডিও দেখতে গেলে আপনি কথাগুলো শুনতে পারবেন না।
এরপর আসলাম ব্যাটারির দিকে যদি আপনার ব্যাটারি ব্যাকআপ কম দেয়, তাহলে তো আপনাকে প্রবলেমে পরতে হবে, তাই আমি সাজেস্ট করব যাতে আপনার অনায়াসে চার থেকে পাঁচ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেয় সেরকম ল্যাপটপ নিতে। তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন, না হলে দেখবেন যে আপনি কাজ করতে করতে হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে! তাহলে আপনার সেই কাজগুলো তো বিফলে গেল, তাই না তার জন্য আপনি এরকম ল্যাপটপ নিবেন যেটাতে আপনার অনায়াসে চার থেকে পাঁচ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে যাতে আপনি কাজগুলো সহজে করতে পারেন।
যদি আপনার ল্যাপটপের ওয়ারেন্টি থাকে তাহলে ভালো হয় এক বছর তিন বছর ইত্যাদি।